 |
Pic by - @IPL (Twitter Handle)
|
IPL 2020: আইপিএলের চূড়ান্ত পয়েন্ট টেবিল ও প্লে-অফের সূচিতে চোখ রাখুন
মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২০-র প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করে। তারা আগেই লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করেছিল। হায়দরাবাদের কাছে শেষ ম্যাচে হারের পর মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ দাঁড়ায় ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট।
১৪ ম্যচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম কোয়ালিফায়ারে জিতলে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করা যাবে। হারলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ মিলবে।
 |
| 5️⃣9️⃣ Tests | 1️⃣9️⃣0️⃣ ODIs | 5️⃣8️⃣ T20Is | 4️⃣ Test hundreds | 7️⃣5️⃣ Test wickets | 9️⃣ ODI hundreds | 1️⃣6️⃣8️⃣ ODI wickets | 1️⃣ T20I hundred | 4️⃣8️⃣ T20I wickets |
| 2️⃣ World Cup wins | 2️⃣ IPL titles |
| After an incredible 20-year career, Shane Watson has announced his retirement from all forms of cricket. 👏 |