‌WB Panchayat Election Latest News: ‘‌দরকার পড়লে পুনর্নির্বাচন হবে’‌, পঞ্চায়েত নির্বাচনের মধ্যে বড় মন্তব্য রাজীব সিনহার

 CPL

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

চারিদিকের খবর শুনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সংবাদমাধ্যমে বলেছেন, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ নাকি অশান্ত সেটা বলার সময় এখনও

 আসেনি। আজ সকাল থেকে বিরোধীরা অশান্তি পাকাতে শুরু করেছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। রেজিনগর, তুফানগঞ্জ এবং 



পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকে নানা অশান্তির খবর আসতে শুরু করেছে গ্রামবাংলা থেকে। তবে বহু তৃণমূল কংগ্রেস কর্মীর খুনের ঘটনা ঘটেছে। অন্যান্য দলের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। সুতরাং পঞ্চায়েত নির্বাচন বিরোধীরা শান্তিপূর্ণ বলে মানতে নারাজ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করে জিজ্ঞাসা করেছেন, ‘‌আপনার আর কত রক্ত চাই।’‌ যদিও ক্ষতি বেশি হয়েছে তৃণমূল কংগ্রেসের বলে দাবি কুণাল ঘোষের। এই তপ্ত আবহে পঞ্চায়েত নির্বাচনের পর বেশ কিছু বুথে পুনর্নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাজীব সিনহা।

এদিকে বিজেপি হিংসা ছড়াচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ। তার প্রেক্ষিতে আজ, শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি টুইট করা হয়। সেখানে লেখা হয়েছে, ‘‌শিউরে ওঠার মতো একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনায় ভোটারদের মধ্যে শকওয়েভ কাজ করছে। রেজিনগর, তুফানগঞ্জ, খড়গ্রামে তিনজন দলীয় কর্মী খুন হয়েছেন। ডোমকলে গুলিতে দুই তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন।’‌ প্রথম ৩ ঘণ্টাতেই পঞ্চায়েত নির্বাচনের বলি হয়েছেন ৮ জন। মোট সংখ্যাটা প্রায় ২০ জনের কাছাকাছি।

ঠিক কী বলেছেন রাজ্য নির্বাচন কমিশনার?‌ অন্যদিকে চারিদিকের খবর শুনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সংবাদমাধ্যমে বলেছেন, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ নাকি অশান্ত সেটা বলার সময় এখনও আসেনি। অথচ আজ সকাল থেকে বিরোধীরা অশান্তি পাকাতে শুরু করেছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। রেজিনগর, তুফানগঞ্জ এবং খড়গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে শাসকদল। আর আজ, শনিবার মালদার মানিকচকে বোমা–গুলি করে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অশান্তির আবহ নিয়ে টুইট করেছে তৃণমূল কংগ্রেস।


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post