By

বর্তমানে ভারতীয় দলের সামনে রয়েছে অনেক বড় চ্যালেঞ্জ। সামনে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ (WC 2023) এর দিকে নজর রেখেই টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজে তাদের ওডিআই অভিযান শুরু করেছে। টেস্ট সিরিজে ১-০ ব্যাবধানে উইন্ডিজদের (WI vs IND) পরাজিত করে টিম ইন্ডিয়া প্রস্তুত ওডিআই সিরিজের জন্য। আপাতত আজকে বার্বেডজে দুই দল মুখোমুখি হয়েছে। যেখানে ক্যাপ্টেন রোহিত টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সামনের দুই মাল্টি ন্যাশনাল টুর্নামেন্ট-এর দিকে নজর রেখে টিম ইন্ডিয়ার এই ম্যাচ গুলি খুবই গুরুত্বপূর্ণ। তবে, ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের (Rishabh Pant) কমতি অনুভব করবে। তবে, ক্যাপ্টেন রোহিত এমন এক ব্যাটসম্যানকে এই ওডিআই সিরিজে সুযোগ দিয়েছেন, তিনি খুব ভালোভাবেই পন্থের ঘাটতি মেটাবেন।
৮ মাস দল থেকে বাইরে রয়েছেন পন্থ

গত ডিসেম্বর ২০২২ সালে তিনি খুবই বড় গাড়ি দুর্ঘটনায় ফাঁদে পড়েন। ডিসেম্বরের ৩০ তারিখে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার পর তিনি বাড়িতে ফিরেছিলেন, আর তখনই গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। আর তখনই খুবই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। গুরুতর আঘাত পান পন্থ এবং হাসপাতালে ভর্তিও হন তিনি।
তবে অস্ত্রপচার হওয়ার পর, বর্তমানে তাকে ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমি (NCA) রিহ্যাব করতে দেখা যাচ্ছে। ঋষভ পন্থ তার ক্যারিয়ারে ৩৩ টেস্টে ৫৬ ইনিংস খেলে ২২৭১ রান করেন ৪৩.৬৭ গড়ে, পাশাপাশি ওডিআই তে ৩০ ম্যাচে ২৬টি ইনিংস খেলে ৩৪.৬ গড়ে ৮৬৫ রান করেছেন। এছাড়া টি-টোয়েন্টিতে ৬৬ ম্যাচে ৫৬ ইনিংসে ৯৮৭ রান করেন, ২২.৪৩ গড়ে।
পন্থের জায়গা নেবেন তার পরম বন্ধু

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে তার জায়গা নিয়েছিলেন ঈশান কিষান (Ishan Kishan)। এমনকি আজকে প্রথন ওডিআই ম্যাচেও সঞ্জুর (Sanju Samson) আগে সুযোগ দেওয়া হয়েছে ঈশানকে। পন্থের মতন ই মারকুটে মেজাজে ব্যাটিং করতে দেখা যায় কিষানকে। গত ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে দ্রুততম দ্বিশতরান করেন ঈশান কিষান। এমনকি, উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ঋষভ পন্থের ব্যাট নিয়েই মাঠে নামেন ঈশান এবং করে ফেলেন অর্ধশতরান।
আগামীদিনে পন্থের জায়গায় ঈশানকে জাতীয় দলে দেখা যেতে পারে। ঈশানের আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলতে গেলে, তিনি টেস্টে ২ ম্যাচে ৩ ইনিংস খেলে ৭৮ গড়ে ৭৮ রান করেন এবং ওডিআইতে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৪২.০৫ গড়ে ৫১০ রান সংগ্রহ করেন। এছাড়া টি-টোয়েন্টিতে ২৭ ম্যাচ খেলে তিনি ২৭ ম্যাচে ৬৫৩ রান করেছেন ২৫.১২ গড়ে।